ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গনসংযোগ করেছেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।রবিবার (০৫ অক্টোবর) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার কৈখালী বাজার, পাটিখালঘাটা, চেঁচরিরামপুর, মরিচবিনিয়া বাজার, ঘোষেরহাট, আমুয়াসহ কাঁঠালিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের ভোট চান তিনি।লিফলেট বিতরনে সময় সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, আমরা বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। সকলকে সাথে নিয়ে এই দেশকে স্বৈরাচার খুনী হাসিনার অপশাসন থেকে মুক্ত করেছি। আজকে সময় এসেছে এই দেশ গড়ার। আমরা আপনাদের মাঝে এসেছি দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌছে দিতে এবং ধানের শীষের পক্ষে ভোট...