ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ১১৫২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে ৪০ শতাংশের বেশি সেনার বয়স ২১ বছরের কম। খবর জেরুজালেম পোস্টের। সোমবার (৬ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে ১৪১ জনের বয়স ৪০-এর বেশি। আর অধিকাংশই ছিলেন রিজার্ভ সদস্য, কর্মকর্তা। ইসরাইলি মন্ত্রণালয় বলছে, ৬,৫০০-এর বেশি পরিবারের সদস্য শোকগ্রস্ত পরিবারের তালিকায় যুক্ত হয়েছে। এদের মধ্যে প্রায় ১,৯৭৩ জন শোকাহত বাবা-মা, ৩৫১ জন বিধবা, ৮৮৫ জন অনাথ শিশু, এবং ৩,৪৮১ জন শোকাহত ভাই-বোন।’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই প্রকাশনায় ইসরাইল যেসব ফ্রন্টে লড়াই করছে এবং দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত সব ইউনিটকে বিবেচনা করেছে। যার মধ্যে আছে- আইডিএফ সেনা,পুলিশ শিন বেট, বিশেষ অভিযান বাহিনী এবং প্রস্তুতি স্কোয়াডের সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের...