উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা তিন দিনের ভারি বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এখন কিছুটা কমলেও লালমনিরহাটের নিম্নাঞ্চলগুলো এখনো প্লাবিত রয়েছে। পানিবন্দি অবস্থায় রয়েছেন কয়েক হাজার মানুষ। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, রোববার রাত ১২টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে। সোমবার সকাল ৬টায় তা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে এবং সকাল ৯টায় ৩ সেন্টিমিটার নিচে নেমে আসে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টির কারণে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বহু চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও রোপা আমন ক্ষেতসহ নানা কৃষিজমি। বিশেষ করে হাতীবান্ধার...