ঢাকা: বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক, তার সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের (ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ) সাথে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।আলোচনায় বিক্রম মিশ্রি বলেন, “ভারতের প্রত্যাশা, বাংলাদেশে নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক—জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি বৈধ সরকার গঠিত হোক।”তিনি আরও বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য উভয় দেশেরই উচিত প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা, কারণ সুস্থ সম্পর্ক গড়ে তুলতে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।”নিউজজি/এস আর ঢাকা: বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক, তার সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন...