০৬ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাতে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রুকনদের শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। শপথোত্তর সভায় নূরুল ইসলাম বুলবুল বলেন, দাঁড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব সাধনের মাধ্যমে জনগণ পরিবর্তনের পথ তৈরি করবে। দেশের জনগণ ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে বেছে নেবে ইনশাআল্লাহ। তিনি বলেন, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। জনগণের চাওয়া ও জামায়াতের লক্ষ্য এক—একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ইসলামিক সমাজ গঠন। তিনি আরও বলেন, শপথ নেওয়া মানেই জান্নাত অর্জন নয়। বরং শপথের...