মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে শিরোপা ছুঁয়েছে সাকিব আল হাসানদের দল আটলান্টা ফায়ার ক্রিকেট। ফাইনালে সাকিবের পারফম্যান্স খুব একটা আলো না ছড়ালেও জয়ের পেছনে বেশ অবদান রেখেছেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার। গতবারের চ্যাম্পিয়ন শিকাগো কিংসম্যানের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলেছে আটলান্টা। শিরোপা জেতার দিনে সাকিব ১২ বলে এক ছয়ে ১৩ রান ও ৪ ওভারে এক মেডেনসহ ২৮ রানে ১ উইকেট নিয়েছেন। সোমবার সকালে চার্চ স্ট্রিট পার্ক মাঠে শিকাগোর বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে আটলান্টা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ গড়ে শিকাগো কিংসম্যান। জবাবে ৫ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে সাকিবদের দল। ম্যাচসেরা হন অ্যারন জোন্স। ব্যাটিংয়ে নেমে সাকিবের কাছে হোঁচট খায় শিকাগো। ইনিংসের প্রথম বলেই শিকাগো ওপেনার রামেজ রাজাকে সাজঘরে ফেরান সাকিব,...