গত মার্চে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়া হামজা দেওয়ান চৌধুরী দেশের হয়ে চতুর্থ ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় পা রেখেছেন তিনি। ৯ অক্টোবর ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পৌঁছে সমর্থকদের জন্য হামজা বলেছেন, ‘আসসালামু আলাইকুম, নিরাপদে পৌঁছেছি। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুলি ক্যামব্যাক দিবো। ৯ তারিখ আমরা হংকংয়ের বিপক্ষে জিতবো।’ এএফসি এশিয়ান কাপে হংকং চায়না ম্যাচ সামনে রেখে দুদিন অনুশীলন করে ফেলেছে বাংলাদেশ দল। জামাল ভূঁইয়ারা অনুশীলনে থাকলেও হামজা ছিলেন না। এসে তিনদিন অনুশীলনের সুযোগ পাবেন...