
সব ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড প্রোটেক্টেড হলেও, প্রায় সব রাউটার প্রস্তুতকারী কোম্পানি পাসওয়ার্ড ছাড়াও অন্য উপায়ে নেটওয়ার্কে লগ ইন করার সুবিধা দেয়। যদিও কারও অনুমতি ছাড়া তাঁর ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার আইনি সমস্যা ডেকে আনতে পারে। তাই যে কোনও নেটওয়ার্কে কানেক্ট করার আগে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নিন। রাউটারের ডব্লিউপিএস (WPS) এনাবল থাকলে পাসওয়ার্ড ছাড়াও লগ ইন করা যাবে। দেখে নিন কীভাবে করবেন? * এবার রাউটারে WPS বাটন টিপুন। ৩০ সেকেন্ড রাউটারে এই বাটন টিপে ধরে থাকলে আপনার ফোন ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে। * এর পরে প্রত্যেকবার নিজে থেকেই আপনার ফোন এই রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। কিছু রাউটারে গেস্ট নেটওয়ার্ক তৈরি করা যায়। সাময়িকভাবে এই অপশন এনাবল করে অতিথিকে ওয়াইফাই অ্যাকসেস দিতে পারেন। * কম্পিউটার ব্রাউজারের অ্যাড্রেস বারে ১৯২.১৬৮.০.১ বা ১৯২.১৬৮.১.১...