আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন অংশের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। রোববার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলার গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি অনুসন্ধান দল। বৈঠকে অনুসন্ধানী দলের প্রধান মেটে বাক্কেন ও সদস্য ম্যানুয়েল ওয়ালি অংশ নেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে আরো উপস্থিত ছিলেন নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক...