এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে আজ সোমবার ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। বিমানবন্দরে নেমেই উপস্থিত সাংবাদিকদের দিকে হাতও নাড়ান। পরবর্তীতে এক ভিডিও বার্তায় হংকং ম্যাচের আগে সবার কাছ থেকে সমর্থন চেয়েছেন। গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা। ভিডিওবার্তায় হামজা বলেছেন, ‘আসসালামু আলাইকুম। ইনশাহআল্লাহ আমরা সফল হবো। ৯ তারিখ হংকংয়ের সাথে খেলতে নামবো। ইনশাহআল্লাহ সবাই আমাদের সমর্থন দেবেন।’ সোমবার ঢাকায় এসেই বিকালে অনুশীলনে নামার কথা...