প্রকৃতিতে এখন শরতের ছোঁয়া। চারদিকে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর মাঠ-ঘাটজুড়ে দোল খাচ্ছে সাদা কাশফুল। সেই শুভ্র কাশফুলের সৌন্দর্য ঘিরেই পিরোজপুরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শরতের শুভ্র কাশফুল নদী বা জলাভূমির তীরে, মাঠে ও পথে দেখা যায় যা শান্ত ও স্নিগ্ধ এক মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি করে বাতাসের দোলায় দুলতে থাকে কাশফুলের দল আকাশে সাদা মেঘের সঙ্গে মিশে যাওয়ার মত এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে, যা কবি সাহিত্যিকদের কল্পনার খোরাক যোগায় কাশফুল শরতের আগমনের প্রতীক এবং এক অপার সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে তোলে। "শরৎ বছরের শেষ, সবচেয়ে সুন্দর হাসি। শরৎ হলো মধুর ঋতু এবং আমরা ফুলের চেয়ে ফল থেকে যা হারিয়ে ফেলি তার চেয়ে বেশি লাভ করি। শরৎকালে এক সাদৃশ্য থাকে এবং তার আকাশে এক ঝলক থাকে যা...