নিউজিল্যান্ডে যেতে ইচ্ছুক প্রার্থীরা এবার ঘরে বসেই নিজেরাই আবেদন করতে পারবেন। আর কোনো দালাল বা এজেন্সির সাহায্যের দরকার নেই। সম্প্রতি অভিবাসন বিশেষজ্ঞ হেলাল ভাই তার ভিডিওতে দেখিয়েছেন, কীভাবে সহজে এবং সরাসরি নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমেজব অফার পেয়ে ভিসার জন্য আবেদন করা যায়। তিনি জানিয়েছেন, নতুন চালু হওয়াএক্রুডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাক্যাটাগরিতে প্রার্থীরা একা বা পরিবারের সঙ্গে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে একটি জব অফার পাওয়া আবশ্যক। হেলাল ভাই উল্লেখ করেছেন, নিউজিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করলে ৯৯% সম্ভাবনা রয়েছে সফল হওয়ার। প্রার্থী প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে জব অফার পাবে। এরপর নির্দিষ্ট লিংকের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজন হবেসিভি ও কভার লেটার, যা নিউজিল্যান্ড স্টাইল অনুযায়ী তৈরি করতে হবে। যারা কভার লেটার তৈরি করতে...