দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রমাণ পেয়েছে যে, এনবিআরের আওতাধীন কর অঞ্চল-৫-এর আলোচিত সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে কোটি টাকার ঘুষচুক্তি হয়েছে। দুদকের তদন্ত অনুযায়ী, এসএ গ্রুপের কর্ণধার ও এসএ পরিবহনের মালিক সালাহ উদ্দিন আহমেদ ১২ কর বর্ষের কর ফাইল সম্পূর্ণভাবে সাজিয়ে ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার আয় বৈধ করার জন্য ঘুষ চুক্তি করেছিলেন। তার আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকার চুক্তির পর জান্নাতুল ফেরদৌস মিতুকে ৩৮ লাখ টাকার ঘুষ প্রদান করেন। বিনিময়ে মিতু ১২ কর বর্ষের আয়কর রিটার্নসহ স্পর্শকাতর নথি ওবায়দুল হকের হাতে তুলে দেন। রোববার (৫ সেপ্টেম্বর) কর অঞ্চল-৫, ঢাকায় অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযানে ঘুষের বিনিময়ে নথি দেওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে দুদক জানিয়েছে। দুদক জানায়, কর অঞ্চল-৫-এর অসাধু কর্মকর্তাদের যোগসাজশ ও ঘুষ লেনদেনের...