ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সময় নিউরো আইসিইউ বিভাগে ১১ জন রোগী ছিলেন। ট্রমা কেয়ারের একটি গুদামঘর থেকে আগুন শুরু হয়ে দ্রুত আইসিইউতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ছয় রোগীর মৃত্যু হয়—চারজন পুরুষ ও দুইজন নারী। বাকিদের নিরাপদে সরিয়ে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন— সিকরের বাসিন্দা পিন্টু, জয়পুরের দিলীপ, ভরতপুরের শ্রীনাথ, রুক্মিণী, খুরমা ও সাঙ্গনার এলাকার বাহাদুর। দুর্ঘটনার খবর পেয়ে পরদিন সোমবার সকালে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কয়েকজন মন্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে...