শরীয়তপুরের ভেদরগঞ্জে হোগলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পালপাড়া চর হোগলা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত এসব সামগ্রী জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রামভদ্রপুর এলাকায় অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে বালু উত্তোলনের কাজে জড়িত ড্রেজার মেশিন ও পাইপ স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে। বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় ড্রেজার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম. রাফসান...