জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। আমাদের শুরু থেকেই এই দাবিটা ছিল যে গণপরিষদ গঠন করতে হবে। এ ছাড়া আগামী যে নির্বাচিত সভা, তাদের একই সাথে দুটো ভূমিকা দেওয়া যেতে পারে। তারা একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্টের ভূমিকা পালন করবে।এ কথাটা আমরা লাগাতার বলে এসেছি। তখন রাজনৈতিক দলগুলো এটাতে খুব বেশি একমত না হলেও এখন প্রায় সব রাজনৈতিক দল একটা ঐকমত্য জায়গায় আসছে। সম্প্রতি জতীয় ঐকমত্য কমিশনের এক আলোচনা অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।সারোয়ার তুষার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিটা আগেই দিতে হবে।এ ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক আদেশের কথা বলা হয়েছে ইতিপূর্বে। অন্যান্য দলও এই দাবি তুলেছে। আমরা বলেছি, সাংবিধানিক আদেশ হোক, লিগেল ফ্রেম অর্ডার হোক অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স...