জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানিতে অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মতো মরে প্রমাণ করতে হবে আমরা অসুস্থ। উভয় পক্ষের শুনানি নিয়ে সোমবার (৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ড মঞ্জুর করেন। সকালের দিকে দীপু মনিকে আদালতের হাজত খানায় রাখা হয়। কিছুক্ষণ পর হেলমেট, হ্যান্ডকাপ ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে পঞ্চম তলার ৭ নম্বর কোর্টে উঠানো হয় তাকে। মাথার হেলমেট ও জ্যাকেট খুলে কাঠগড়ায় উঠানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিচারক আসার পরই মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল খান পুলক আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের...