ঢাকা: এখন থেকে সব ধরনের ভিসাধারীদের জন্য ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (৬ অক্টোবর) গালফ নিউজ সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে।বিবৃতিতে বলা হয়, ওমরাহ পালনের প্রক্রিয়াকে সহজতর করা এবং হজ ও ওমরাহ ব্যবস্থায় সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ একটি অংশ।মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন থেকে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কর্মভিসাসহ সব ধরনের ভিসাধারীরাই ওমরাহ পালন করতে পারবেন।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের মুসলমানরা যাতে আরও সহজে, স্বাচ্ছন্দ্যে ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন—এই পদক্ষেপ সেই অঙ্গীকারেরই প্রতিফলন।নুসুক ওমরাহ প্ল্যাটফর্মমন্ত্রণালয় জানায়, নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করা...