হার্ড হিটার তকমা পেয়ে বসেছেন জাকের আলী অনিক। তবে লম্বা সময় ধরে ধুঁকছেন। শেষ ১০ ইনিংসে কেবল দুটি ইনিংসে পার করেছেন ৩০ রানের গণ্ডি। জাকের এসময় ছক্কা হাঁকিয়েছেন মোটে দুটি। রান তোলার গতি, গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং এবং আউট হওয়ার ধরণ নিয়ে এসময় প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন। জাকের অবশ্য এসব পাত্তা দিচ্ছেন না। নিজের কাজটা ঠিকমতো করাতেই মনোযোগ। এশিয়া কাপে খেলা ছয় ইনিংসে জাকের করেছেন যথাক্রমে ০*, ৪১*, ১২*, ৯, ৪ এবং ৫ রান। আফগানিস্তানের বিপক্ষে খেলা তিন ম্যাচে তার রান যথাক্রমে ৬, ৩২ এবং ১০। নাজুক বটে। জাকের মানছেন, চেষ্টা করছেন সমস্যা কাটিয়ে ওঠার। আরও পড়ুনআরও পড়ুন‘এশিয়ার দ্বিতীয় সেরা দল’ নিয়ে যা বললেন আফগান কোচ আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতার পর সমালোচনা নিয়েও প্রশ্ন শুনেছেন। জাকের অবশ্য সামাজিক যোগাযোগ...