কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ করেছেন। সোমবার (৬ অক্টোবর) লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন– তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহামেদ, নাঈম উদ্দিন ও ফাহিম হোসেন। অভিযোগ দায়ের করা ভুক্তভোগী নারী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার অভিযোগপত্রে আতিকুর রহমান শিপন (ভুক্তভোগী নারীর স্বামী), ইয়াছিন ও মোহসিন জামিলকে সাক্ষী করা হয়েছে। ৯ জনকে অভিযুক্ত করে করা অভিযোগে আটক ছাড়া আরও তিন জনের নাম রয়েছে। তারা হলেন– তাহামিন আহমেদ, নাঈম উদ্দিন, ফাহিম হোসেন ও নাজমুল। থানায় ডায়েরি করা অভিযোগপত্র থেকে জানা গেছে, রবিবার (৫...