তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে এক তীব্র তুষারঝড়ে অন্তত ১,০০০ জন পর্যটক ও পর্বতারোহী আটকা পড়েছেন। প্রায় ১৬,০০০ ফুট উচ্চতায় আটকে পড়া এসব মানুষের মধ্য থেকে ইতোমধ্যে ৩৫০ জনকে উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় পর্যটকেরা আটকা পরেন। ওই এলাকার প্রবেশপথ থেকে তুষার সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে নিতে উদ্ধারকারীরা কাজ করছেন। শত শত স্থানীয় বাসিন্দাও তাদের এই কাজে সহায়তা করছেন। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের এই ঢাল পর্বতারোহীদের কাছে খুবই জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে। পর্বতারোহীদের এক গাইড রয়টার্সকে বলেন, তীব্র শীতের কারণে হাইপোথারমিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তিনি বলেন, এ বছরের আবহাওয়া স্বাভাবিক নয়। তিনি আগে কখনো অক্টোবর...