নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পোস্টার ও ব্যানার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন অনুমোদনহীন পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডের মাধ্যমে শহরের সৌন্দর্য নষ্ট করার বিরুদ্ধে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে টাঙানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করছেন তিনি। গতকাল রবিবার (৫ অক্টোবর) থেকে চট্টগ্রাম মহানগরীজুড়ে এ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “ক্লিন সিটি গড়তে আমরা বদ্ধপরিকর। আমরা চাই, চট্টগ্রাম শহরকে সুন্দর রাখতে সবাই যেন সচেতন হয়। যারা অনুমতি ছাড়া ব্যানার-পোস্টার টাঙাচ্ছেন, তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো সরিয়ে ফেলেন। ভবিষ্যতে অনুমতি ছাড়া কোনো ধরনের পোস্টার, ব্যানার বা সাইনবোর্ড টাঙানো হলে আইনি ব্যবস্থা নেওয়া...