বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সতর্ক করে দিয়ে বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা চলে যাবেন এবং অনেক উপদেষ্টা বিদেশে চলে যাবেন। ফলে দেশ গভীর অনিশ্চয়তায় পড়বে। পাশাপাশি আওয়ামী লীগ আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন। রুমিন ফারহানা একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এ সব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারির পর তিনি আর থাকতে চান না। ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাতে পারে, তাহলে তিনি চলে যাবেন। তিনি এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের সাথে মিলিয়ে বলেন, উপদেষ্টারা অনেকেই নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। আমার মনে হয়, তাদের খুব কষ্ট করতে হবে না। কারণ বেশিরভাগ উপদেষ্টার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তারা স্বভাবতই দেশের বাইরে, বিশেষ করে বিশ্বের...