০৬ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, তিনি চাইছেন দেশের নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ, এবং এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসী ভোটারদের জন্য উদ্যোগ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিইসি জানান, দায়িত্ব গ্রহণের পর কমিশন ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : মৃত ভোটার ২১ লাখকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ৪৩ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত করা হয়েছে। নারী-পুরুষ ভোটারের ব্যবধান কমিয়ে ৩০ লাখ থেকে ১৮ লাখে আনা হয়েছে। তিনি বলেন, “প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালুর উদ্যোগ...