চীনের তিব্বত অঞ্চলে মাউন্ট এভারেস্টের পূর্বাঞ্চলীয় ঢালে ভয়াবহ তুষারঝড়ে আটকা পড়েছেন ২০০ জনেরও বেশি পর্যটক। তবে উদ্ধারকর্মীরা তাদের সবার সঙ্গেই যোগাযোগ স্থাপন করতে পেরেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম। আজ (৬ অক্টোবর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এদিকে আরও প্রায় ৩৫০ জন পর্যটককে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে এভারেস্টের পূর্ব মুখের দিকে যাওয়া উপত্যকায় শত শত পর্যটক পথের মধ্যে আটকা পড়েন। একজন স্থানীয় গাইড জানিয়েছেন, বছরের এই সময়ে সাধারণত এত ভারী তুষারপাত দেখা যায় না। তবু উদ্ধারকর্মীরা তীব্র তুষারপাত ও ঝড়ের মধ্যেও আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক পথ ও সড়ক তুষারের স্তূপে বন্ধ হয়ে...