বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, ‘ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি।’ একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিলোফার চৌধুরী মনি বলেন, যারা অনেক বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছে তারা হঠাৎ করে চোখপাল্টি দিয়ে স্বপ্ন দেখছে যে, রাষ্ট্র চালাবে। আবার এটাও ঠিক, একটা মাইনাস টু ফর্মুলাটাও আছে। বিএনপিসহ আরো নেতারা অনেক সময় এই কথাটা বলে থাকেন। তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মতবাদ নিয়ে অনেক তফাৎ রয়েছে। আদর্শগত জায়গায় একদম চরম। কেউ মাজারকে সম্মান করে, কেউ মাজারকে ধ্বংস করে। এই বিধ্বংসী দলগুলো হঠাৎ করে এক হয়ে গেল। এই এক হওয়ার মধ্যে অবশ্যই আমি ষড়যন্ত্র দেখি। তিনি আরো বলেন, যেখানে একজন আরেকজনের ছায়া কেটে ফেলে, সেখানে দলগুলোর এক হওয়ার মধ্যে...