
বিবিসি বাংলাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে দলের মনোনয়ন নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, স্থানীয়ভাবে জনগণের সমর্থন আছে এমন ব্যক্তিকেই এবার মনোনয়ন দেবে বিএনপি। এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে, যার সঙ্গে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, উঠাবসা আছে, যিনি এলাকার মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম তিনিই পাবেন এবার দলের মনোনয়ন। মনোনয়নের প্রশ্নে যদি আসি, সেখানে আপনাদের কৌশলটা কি হবে? এর আগে বিভিন্ন সময় নির্বাচনগুলোতে পেশিশক্তির প্রভাব, টাকার প্রভাব, পারিবারিক বিষয় বিবেচনা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় অভিযোগ আছে। এবার ভিন্ন কি হবে আসলে?-বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন,...