আজ বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের তারিখ থাকলেও নির্বাচনী কোনো আমেজ বা প্রতিদ্বন্দ্বিতা নেই। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমার মধ্যে ১৫ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে সরে যান। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও প্রার্থীদের সরে দাঁড়ানো চলছে। ব্যালটে নাম থাকলেও ঢাকা বিভাগ থেকে অভিজ্ঞ সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। অনিয়মের অভিযোগ এনে ভোটের লড়াইয়ে তিনি থাকছেন না বলে জানিয়েছেন। তার ভোটের মাঠে না থাকার ফলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিম কোন প্রতিদ্বন্দ্বিতায় ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন। শুরুতে ফুয়াদের মনোনয়ন বাতিল করা হয়েছিল, তার সমর্থনকারী কাউন্সিলরের সইয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলায়। পরে সইয়ের বৈধতা যাচাইয়ের পর নির্বাচন কমিশন (ইসি) ফুয়াদের মনোনয়নপত্র গ্রহণ করে। এই সংগঠকের বুলবুল ও ফাহিমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। গতকাল বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের...