ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। এক দশকের ক্যারিয়ারে তার ব্যক্তিজীবনকে জড়িয়ে গুঞ্জনের শেষ নেই। এ নিয়ে বিভিন্ন সময় ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি। কিন্তু কোনো কিছুই পরোয়া করেন না এ নায়িকা। বিয়ে এবং প্রেম নিয়েও তিনি অনকেবার সংবাদের শিরোনাম হয়েছেন। অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে পরী মণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তবে এ বিষয়টি কখনো কথা বলেননি পরী। তবে এটি নিয়ে গণমাধ্যমে অনেকবার সংবাদ হয়েছে। এবার জানা গেছে সেই বিয়ে সম্পর্কে। দেশের বেসরকারি একটি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এসব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরী মণি; সচরাচর তাঁকে গুঞ্জন নিয়ে কথা বলতে দেখা যায় না। সেখানে প্রথম বিয়ের বিষয়টিও খোলাসা করলেন এই নায়িকা। অনুষ্ঠানটির সঞ্চালক পরীমনির কাছে জানতে চান, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)?, এরপর...