স্থানীয় সময় রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিডনির ইনার ওয়েস্টে ঘটেছে এ ঘটনা। হামলাকারী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় একটি ফোনকল আসে পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিজের বাড়ি থেকে রাস্তায় থাকা গাড়ি এবং পুলিশের দিকে এলোমেলোভাবে গুলি চালায় বন্দুকধারী এক ব্যক্তি। এ অবস্থায় পুলিশের একটি বিশাল টিম পুরো এলাকা ঘিরে ফেলে এবং রাস্তা অবরুদ্ধ করে। পরবর্তীতে বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে তার রাইফেলটিও জব্দ করেছে পুলিশ। দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে আজার বলেন, সবকিছু এত দ্রুত ঘটে গেল যে আমি বুঝতেই পারছিলাম না,...