বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নির্বাচন হলেই সব সমস্যা রাতারাতি সমাধান হবে না। বরং দেশের সমস্যাগুলোকে ধীরে ধীরে এড্রেস করলে স্বাভাবিকভাবেই পরিস্থিতি উন্নতি পাবে। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি প্রথম থেকেই বলেছে যে যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে দেশের মানুষকে রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধি থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে বেকারত্ব ও দরিদ্রতা বেড়েছে, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়েছে, এবং কৃষি খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারেক রহমান বলেন, আমরা সেজন্যই বলেছিলাম যে, যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা যখন সিদ্ধান্ত নেবে, অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে...