আপনারা দুজনেই কর্মজীবী। দীর্ঘদিনের কাজের চাপ, মানসিক ধকল এবং প্রতিদিনের দৌড়ঝাঁপ মানুষের মনের সতেজতা কেড়ে নেয়। এর ফলে কোনও কিছুতেই আগ্রহ না পাওয়া বা শক্তি না থাকার অনুভূতি তৈরি হতে পারে, যাকে ‘বার্নআউট’ বলা হয়। বিয়ের ছয় বছর পর দৈনন্দিন জীবন একটা নির্দিষ্ট রুটিনে বাঁধা পড়ে যায়। ঘুম থেকে ওঠা, অফিস করা, বাড়ি ফিরে আসা, খাওয়া এবং ঘুমিয়ে পড়া– এই চক্রে নতুনত্ব বা উত্তেজনা কমে আসে। ছুটির দিনগুলোও একই রকম কাটতে থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। বিয়ের প্রথম দিকে একসাথে ঘর গোছানো, ক্যারিয়ারে থিতু হওয়া ইত্যাদি অনেক লক্ষ্য থাকে। সেগুলো পূরণ হয়ে যাওয়ার পর যদি নতুন কোনও যৌথ লক্ষ্য তৈরি না হয়, তবে সম্পর্কে এক ধরনের স্থবিরতা আসতে পারে। আপনারা যেহেতু নিজেদের মধ্যে কথা বলেছেন এবং অন্য কোনও সম্পর্কে জড়াননি, তাই...