নেত্রকোণার মদন উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ জানান। নিহত ৬০ বছর বয়সী হারুন চৌধুরী মদনের তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ওসি মো. শামসুল আলম শাহ্ বলেন, “হারুন চৌধুরীর সঙ্গে পাশের রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিনের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতে কৃষি জমিতে কাজ করানোর শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে যান হারুন। “এ সময় শাহাবুদ্দিন ও তার লোকজন হারুনকে মারধর করলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...