আওয়ামী লীগের রাজনীতির ‘দুর্গ’ হিসেবে পরিচিত গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে নীরবে এক রাজনৈতিক বাঁক বদলের ইঙ্গিত দিচ্ছেন বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। কোনো সংসদীয় পদে না থেকেও শুধুমাত্র তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসম্পৃক্ততা, সেবামূলক কার্যক্রম এবং শক্তিশালী সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন এলাকার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা জেলার চিরাচরিত রাজনৈতিক সমীকরণকে নতুন করে ভাবতে বাধ্য করছে। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেলিমুজ্জামান সেলিমের রাজনৈতিক উত্থানের পেছনে কয়েকটি সুস্পষ্ট কারণ বিদ্যমান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তার রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচিকে। সংকটে ও সম্ভাবনায় জনগণের পাশেগত কয়েক বছরে বিভিন্ন দুর্যোগ ও সংকটে সেলিমুজ্জামান সেলিমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। করোনা মহামারি চলাকালীন জীবনের...