নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা আজ সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হচ্ছে। সুইডেনের রাজধানী স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। প্রথম দিনে ঘোষণা করা হবে চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম। ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিভাগগুলো হলো- চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি। এর মধ্যে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা হবে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। শুধু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ে থেকে। এবারের সূচি অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাবিজ্ঞানে, আগামীকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিদ্যায়, ৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রসায়নে, ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে, ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে এবং ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে...