ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘সবার জন্য সমান সুযোগ’ তৈরির লক্ষ্যে পরামর্শ নিতে সংবাদমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ইসির একার পক্ষে নির্বাচনের মাঠে ‘সবার জন্য সমান সুযোগ তৈরি সম্ভব নয়’। গণমাধ্যমসহ আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, জনগণসহ সবার সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। এ জন্য টেলিভিশন, পত্রিকা, অনলাইন গণমাধ্যমের সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। এ মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন। সংলাপের শুরুতে ভোটের পথে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরে সিইসি বলেন অংশীজনের আলোচনার শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তারা। এছাড়া সংস্কার...