অবৈধ মাদক ব্হন করছে সন্দেহে ভেনেজুয়েলার উপকূলের কাছে আরও একটি নৌযানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে খবর দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার সন্ধ্যার দিকে এ হামলা হয়েছে জানিয়ে রোববার রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এখন স্থলপথে মাদক পাচারের দিকেও নজর দেবে। নরফোক নৌঘাঁটিতে বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানকে পাশে রেখে দেওয়া বক্তৃতায় ট্রাম্প এ হামলার কথা জানান। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যে হামলার ঘোষণা দিয়েছিলেন, ট্রাম্প তার কথাই বলেছেন কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি। গত কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনের চতুর্থ ওই হামলায় ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “সাম্প্রতিক সপ্তাহগুলোতে কার্টেল সন্ত্রাসীদের জলপথ থেকে উড়িয়ে দেওয়ার মিশনে নৌবাহিনী সহায়তা করছে। গত রাতে আমরা আরেকটা ঘটনা ঘটিয়েছি। এখন আর আমরা কাউকে পাচ্ছি না। “তারা আর...