মানিকগঞ্জ শহরের স্বর্ণাকার পট্টিতে নিজের দোকানেই লুটের নাটক সাজিয়ে শেষমেশ নিজেই ফেঁসে গেলেন দোকান মালিক শুভ দাস (৩৫)। ৫ লাখ টাকা চুক্তিতে ভাড়া করা হয় তিন দুর্বৃত্তকে। শুভ দাসের এমন গল্প যেন সিনেমাকেও হার মানিয়েছে। সদর থানা পুলিশ জানিয়েছে, শহরের পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণকার পট্টি এলাকায় পান্ডব ভবনের নিচ তলায় অবস্থিত অভি অলংকারটি। শনিবার (৪ অক্টোবর) রাতে যে নাটকীয় স্বর্ণ লুটের ঘটনা ঘটে, সেটির মূল পরিকল্পনাকারী ছিলেন দোকানের মালিক শুভ দাস নিজেই। পাঁচ লাখ টাকার বিনিময়ে তিনজন দুর্বৃত্ত সোহান, আমানত ও শরীফকে ভাড়া করে তিনি পুরো নাটকটি সাজান। রোববার (৫ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে শহরের পৌলী এলাকার শাইলীপাড়া থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। তদন্ত সূত্র জানায়, ঘটনার দিন রাতে অভি জুয়েলার্সের মালিক শুভ দাস মোবাইল ফোনে মেসেজ পাঠান তাদেরকে।...