বলিউডের আলোচিত খান পরিবারে এসেছে নতুন অতিথি। এই পরিবারের সবচেয়ে বড় তারকা সালমান খান আবার চাচা, আর এক কালের আলোচিত চিত্রনাট্যকার সেলিম খান হয়েছেন দাদা। খান পরিবারের দ্বিতীয় পুত্র আরবাজ খান ৫৮ বছর বয়সে কন্যাসন্তানের বাবা হয়েছেন। গতকাল রোববার সকালে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন আরবাজের স্ত্রী শুরা খান। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। খবরটি প্রকাশ্যে আসতেই বলিউডের অন্যতম প্রভাবশালী এই পরিবারকে ঘিরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ২০২৩ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ। তাঁর স্ত্রী ৪২ বছর বয়সী হেয়ারস্টাইলিস্ট শুরা খান। বয়সে ১৫ বছরের ব্যবধানসহ নানা কারণে বিয়ের সময় নানা সমালোচনার মুখে পড়েছিলেন তাঁরা। তবে সব কটাক্ষ উপেক্ষা করে দাম্পত্য জীবন উপভোগ করেছেন...