ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ‘আক্রমণ’ বলে অভিহিত করেছেন। ট্রাম্প টেক্সাস থেকে অতিরিক্ত ৪০০ ন্যাশনাল গার্ড সদস্য ইলিনয়, ওরেগনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে মোতায়েনের নির্দেশ দেন। স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) রাতে এক্সে দেওয়া বিবৃতিতে প্রিটজকার বলেন, “আমি গভর্নর অ্যাবোটকে আহ্বান জানাই যেন তিনি অবিলম্বে এই সিদ্ধান্তের প্রতি সমর্থন প্রত্যাহার করেন এবং সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। কোনো প্রেসিডেন্ট কোনো অঙ্গরাজ্যের জ্ঞাতসারে, সম্মতিতে বা সহযোগিতা ছাড়া সেখানে সেনা পাঠাতে পারেন না।” টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট জবাবে জানান, তিনি ট্রাম্পের সিদ্ধান্তকে “সম্পূর্ণ অনুমোদন” দিয়েছেন। তিনি বলেন, “আপনি হয় ফেডারেল কর্মীদের সুরক্ষায় পুরোপুরি সহায়তা দিন, নয়তো টেক্সাস গার্ডকে কাজ করতে দিন।” অ্যাবোট আরও দাবি করেন, টেক্সাস ন্যাশনাল গার্ড “গর্বের সঙ্গে দেশ রক্ষা করে।” এমন সময়ে শিকাগোতে সাম্প্রতিক দিনগুলোতে ফেডারেল ইমিগ্রেশন...