০৬ অক্টোবর ২০২৫, ১২:১০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:১০ পিএম এপার-ওপার দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতা-ঢাকা দুই জায়গাতেই সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন জয়া। ফলে দুই দেশেই তিনি অসংখ্য ভক্ত-অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন। দেশে উল্লেখযোগ্য পরিমাণ সফল সিনেমায় অভিনয়ের পর, টালিউডেও তিনি একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন। তবে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে এবার হতে হলো অপমানিত। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে জয়া আহসানকে আমন্ত্রণ করায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজার কার্নিভ্যালে অতিথি হিসেবে জয়া আহসান উপস্থিত হওয়ায় হিন্দুত্ববাদী দল বিজেপি বিক্ষোভ দেখায়। রোববার (৫ অক্টোবর) পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। ইটিভি ভারতের এক প্রতিবেদন সামনে আসে এ তথ্য। স্বস্তির বিষয়, বিজেপির বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি জয়াকে। অভিনেত্রী ওই...