বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে ইতিহাস সৃষ্টি করেছে। রবিবার (৬ অক্টোবর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রথমবারের মতো ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকালে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩,৯২৯.৯১ ডলার প্রতি আউন্সে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৫৪.৭০ ডলারে — যা ইতিহাসে সর্বোচ্চ। বাজার বিশ্লেষকরা বলছেন, ইয়েনের দুর্বলতা, মার্কিন সরকারের অচলাবস্থা (শাটডাউন) এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা—এই তিনটি কারণ বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঠেলে দিয়েছে। কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “কম সুদের পরিবেশে স্বর্ণই সবচেয়ে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ। বিনিয়োগকারীরা ঝুঁকিহীন সম্পদের দিকে ঝুঁকছেন, যা বাজারে স্বর্ণের দামকে আরও উঁচুতে নিয়ে গেছে।” ২০২৫ সালের শুরু থেকে এখন...