সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর জট এখনও কাটছে না। জলে ডুবে মৃত্যু হলেও, লাইফ জ্যাকেট ছাড়া কেন তিনি নৌকাবিহারে গিয়েছিলেন—সেই প্রশ্ন প্রথম থেকেই উঠছিল। এর মধ্যে খাবারে বিষক্রিয়ার প্রসঙ্গও আলোচনায় আসে। এবার বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে, সিঙ্গাপুরের হোটেলে জুবিনের ঘরে দুই অচেনা ব্যক্তিকে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। এসআইটি-র তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, জুবিনের মৃত্যুর ২৪ ঘণ্টা আগে ওই দুই আগন্তুক তাঁর হোটেলের ঘরে এসে দেখা করেছিলেন। প্রশ্ন উঠেছে: জুবিনের হোটেলের ঘরে কী করে এই দুই আগন্তুক প্রবেশ করলেন? জুবিন ছাড়া এই ঘরে প্রবেশের জন্য চাবি ছিল কেবল তাঁর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার কাছে। সিদ্ধার্থের দাবি, ‘নর্থ-ইস্ট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মাহাতো এই অধিকার দিয়েছিলেন আগন্তুকদের। অন্যদিকে শ্যামকানুর দাবি, সিদ্ধার্থের সাহায্যেই তারা ঘরে ঢুকেছিলেন।...