মুসলমানদের জন্য রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মুমিনের তাকওয়া (আত্মসংযম) বৃদ্ধির পাশাপাশি আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম। ফরজ রোজার পাশাপাশি নফল রোজাগুলোর মধ্যে আইয়ামে বীজের রোজা (আরবিতে আইয়ামুল বীজ) গুরুত্ব অনেক বেশি। আইয়ামে বীজ বলতে হিজরি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখা নফল রোজাকে বোঝায়। এই দিনগুলোতে চাঁদ উজ্জ্বল ও প্রায় পূর্ণ থাকে, তাই এটি ‘উজ্জ্বল দিনের রোজা’ নামে পরিচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ! তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে। কেননা নেক আমলের বদলে তোমার জন্য রয়েছে দশগুণ নেকি। এভাবে সারা বছরের রোজা হয়ে যায়। প্রতি চন্দ্র মাসে তিনটি রোজা রাখা মুস্তাহাব। আইয়ামুল বিজ তথা প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫তম দিন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো এ...