বহুল আলোচিত বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের বিসিবি নির্বাচনে মোট ভোটার ১৫৬ জন। এর মধ্যে ৯৮ জন সরাসরি ভোট দেবেন, আর ই-ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ৫৮ জন। তিনটি ক্যাটাগরির মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর (ক্যাটাগরি-১) রয়েছে ৩৫ ভোট, যার মধ্যে ১৯টি ই-ব্যালট। ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে রয়েছে ৭৬টি ভোট, যেখানে ৩৪ জন ই-ব্যালট ব্যবহার করবেন। আর ক্যাটাগরি-৩, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা ও সার্ভিস দলের ৪৫ ভোটের মধ্যে ই-ব্যালট ব্যবহার করবেন ৫ জন। বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনী তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় প্রকাশিত হবে বোর্ড পরিচালক পদে ভোটগ্রহণের প্রাথমিক ফলাফল। এরপর পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির...