হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। হংকং ম্যাচ উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে হাভিয়ের ক্যাবরেরার অনুশীলন। তবে লেস্টার সিটির সঙ্গে ব্যস্ততার কারণে সেই ক্লাসে যোগ দিতে পারেননি সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। অবশেষে তিনি ঢাকায় পা রেখেছেন। হামজা চৌধুরীর আগমন উপলক্ষে আজ সোমবার সকাল থেকেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। সকাল সাড়ে ১১টায় ভিআইপি গেট দিয়ে বের হন হামজা। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে দূর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান। পরে পুলিশ পাহারায় বাফুফের একটি গাড়িতে উঠে যান ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকা। আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে জামাল ভূঁইয়ারা। এরপর ১৪ অক্টোবর যাবে...