নতুন নেতৃত্ব এলে আসলে দলের কার্যক্রমে বাড়তি গতি আসবে এমন প্রত্যাশা নিয়ে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হলেও কমিটি ঘোষণা করা যায়নি। প্রায় দুই মাস আগে হওয়া এ সম্মেলনে পূর্বের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। এতে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে নগর বিএনপিতে। জানা যায়, দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় গত ১০ আগস্ট। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিনই নতুন নেতৃত্ব পাওয়ার আশা ছিল স্থানীয় নেতাকর্মীদের। তবে সম্মেলন থেকে নতুন কমিটি ঘোষণা হয়নি। ওই দিন রাতে আগের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি...