বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের “মাস্টারমাইন্ড” কোনো ব্যক্তি বা দল নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই এই আন্দোলনের প্রকৃত নেতৃত্ব দিয়েছে। বিবিসি বাংলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিবিসি বাংলার প্রশ্নে তারেক রহমান বলেন, “আমি নিজেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর আগে থেকে। এটি শুধু বিএনপি নয়—সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদের নেতাকর্মী, এবং জনগণের সম্মিলিত ত্যাগ ও অংশগ্রহণের ফল।” তিনি আরও বলেন, “মাদ্রাসার ছাত্র, গৃহিনী, কৃষক, শ্রমিক, সিএনজি চালক, দোকান কর্মচারী, গার্মেন্টস কর্মী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা পর্যন্ত সবাই এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এমনকি যারা স্বৈরাচারের নির্যাতনে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, সেই সাংবাদিকরাও সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়েছিলেন।” তারেক রহমানের ভাষায়, “আমরা কারও ভূমিকা ছোট করে...