বিজ্ঞান কল্পকাহিনীর মত শোনালেও, কয়েকজন গবেষক সত্যিই জীবিত কোষ ব্যবহার করে কম্পিউটার তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। কম্পিউটারকে শক্তিশালী করতে ক্ষুদ্র মানব মস্তিষ্ক তৈরির দাবি করেছেন তারা। ‘বায়োকম্পিউটিং’ এমন এক জগৎ, যেখানে জীবিত কোষ বা জীববিজ্ঞানের উপাদান ব্যবহার করে কম্পিউটার বা তথ্য প্রক্রিয়াকরণ করা হয়, যেটি প্রচলিত কম্পিউটার থেকে সম্পূর্ণ আলাদা ও বিস্ময়কর এক বিজ্ঞান বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। ‘বায়োকম্পিউটিংয়ে’ নেতৃত্ব দিচ্ছেন সুইজারল্যান্ডের কিছু বিজ্ঞানী। তাদের অনুমান, ভবিষ্যতে আমরা এমন ডেটা সেন্টার দেখতে পাবো যেগুলো ‘জ্যান্ত’ সার্ভার দিয়ে ভর্তি থাকবে এবং এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেভাবে শেখে সে বৈশিষ্ট্য অনুকরণ করে কাজ করবে। এসব সার্ভার বর্তমান পদ্ধতির তুলনায় অনেক বিদ্যুৎ সাশ্রয়ীও হবে। এমন ‘জ্যান্ত’ সার্ভার তৈরি করাই ড. ফ্রেড জর্ডান ও তার কোম্পানি ‘ফাইনালস্পার্ক’ ল্যাবের মূল লক্ষ্য বলে প্রতিবেদনে...