বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। সারাদেশের মতো রাজধানীতেও দিনটি পালিত হচ্ছে গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর আবহে। এই দিনটি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়-এটি শান্তি, সহমর্মিতা ও আত্মসংযমের এক মহা-অনুশাসন, যা বৌদ্ধ দর্শনের প্রাণকেন্দ্রকে ছুঁয়ে যায়। ছবি: মাহবুব আলম রাজধানীর মেরুল বাড্ডায় বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। আন্তর্জাতিক বৌদ্ধবিহার চত্বর সকাল থেকেই ভরে উঠেছে ধর্মপ্রাণ ভিক্ষু, উপাসক-উপাসিকা ও সাধারণ মানুষের পদচারণায়। সূর্যের প্রথম আলোর সাথে সাথে শুরু হয় ত্রিপিটক পাঠ-বুদ্ধের বাণী উচ্চারিত হতে থাকে শান্ত কণ্ঠে, আর সেই সুরে ভেসে যায় পুরো বিহার প্রাঙ্গণ। এরপর অনুষ্ঠিত হয় বৌদ্ধপূজা ও প্রদীপ প্রজ্জ্বলন। শত শত প্রদীপের আলো যেন অন্ধকারের প্রতীকী অবসান ঘটিয়ে এনে দেয় আলোকিত মানবতার বার্তা। প্রবারণা পূর্ণিমা, যা অনেকের কাছে...